ভারতীয় পার্লামেন্ট লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের কপি ছিঁড়ে ফেললেন মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। সোমবার নাগরিকত্ব বিলের তীব্র বিরোধিতা করে সংসদে বক্তব্য রাখছিলেন ওয়াইসি। তিনি এসময় বলেন, এরফলে দেশের আরো একটি বিভাজনের পথ প্রশস্ত হবে। এই আইন হিটলারের আইনের চেয়েও খারাপ। এই বিল ভারতের সংবিধানের বিরুদ্ধে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান। মুসলিমদের রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
ওয়াইসি এসময় প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য উল্লেখ করে এনআরসি ও নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন। এরপরে বক্তব্য শেষ করেই তিনি বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান। ওই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি’র সিনিয়র নেতা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ওয়াইসি সংসদের সিনিয়র সদস্য উনি সংসদকে অসম্মান করেছেন।
সূত্র : পূবের কলম