রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ পাঁচ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
(৯ ডিসেম্বর সোমবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের অবস্থিত পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। এসময় পাঁচটি ইটভাটা থেকে আট লক্ষ টাকা জড়িমানা আদায় করে হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আব্দুল সালাম সরকার বলেন, আমাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে লফিপুরের কেবিএম ইটভাটাকে ২ লক্ষ, এলবিএম-১ কে ২ লক্ষ, এলবিএম-২ কে ২ লক্ষ, মদিনা ব্রিকসকে ১ লক্ষ ও এবিএম ইটভাটাকে ১লক্ষ টাকা মোট ৮ লক্ষ টাকা জড়িমানা আদায় করা হয়। এর সাথে ইটভাটা গুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুনও নিভেয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে ৮ নভেম্বর রোববার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের তিনটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।