রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় আবুল হোটেলের সামনে জামায়াত-শিবির ও পুলিশ-আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় হরতাল সমর্থনকারীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায় আওয়ামী লীগের কর্মীরা। পুলিশের গুলিতে পাঁচ জামায়াত কর্মীসহ ১৫ পথচারী আহত হয় বলে দাবি করেছে জামায়াত-শিবির। পুলিশ ঘটনাস্থল থেকে চার পথচারীকে আটক করে।
গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশে পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারির প্রতিবাদে ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যার সর্বাত্মক হরতালের সমর্থনে সকাল পৌনে আটটায় রাজধানীর মালিবাগে মিছিল ও পিকেটিং করে রমনা থানা জামায়াত।
জামায়াতের দাবি, মিছিলটি মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে চৌধুরীপাড়া পৌঁছলে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা যৌথভাবে অতর্কিত হামলা চালায়।
এ সময় জামায়াত শিবির কর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায় আওয়ামী লীগের কর্মীরা। পুলিশের গুলিতে পাঁচ জামায়াত কর্মীসহ ১৫ পথচারী আহত হন বলে দাবি করেছে জামায়াত-শিবির।
মিছিলে উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, আব্দুল কাইয়ুম, শিবির নেতা শরিফুল ইসলাম, আশ্রাফ উদ্দিন, মুরাদ হোসেন প্রমুখ।