জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান আর নেই। শুক্রবার দিবাগত ১২টা ২৬মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য জানিয়েছেন চিত্রগ্রাহক সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু।
শুক্রবার বিএফডিসিতে মাহফুজুর রহমান খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুরে পুরান ঢাকার শাহী মসজিদে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।
গত ২৬ নভেম্বর রাত দশটার দিকে খাবার খেতে গিয়ে ফুসফুসে খাবার ঢুকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যান। তারপর সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।
মাহফুজুর রহমান খান পেশাদার চিত্রগ্রাহক হিসেবে ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। এরপর আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেন।
চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন