খেলা মানেই বিনোদন। আর বিনোদন তো মৌলিক চাহিদারই অংশ। ফুটবল যে আরো বড় বিনোদন। সেই মঞ্চে নেইমারকে নায়ক বললেও ভুল হবে না। ভক্তরা যেভাবে বিনোদিত হতে চান সেভাবেই বিনোদনের কাজটি নেইমার করে যাচ্ছেন!
ভক্তরা চাইলে পরনের প্যান্টও খুলে দিতে পারেন তিনি? হ্যাঁ, এমনটাই করে দেখালেন হালের অন্যতম সেরা তারকা ফুটবলার। যে কাণ্ড ঘটালেন, তাতে বিস্মিত সবাই। এটাও কি করা সম্ভব!
সম্প্রতি ব্রাজিলে একটি প্রীতি ম্যাচ খেলতে যান নেইমার। ম্যাচ শেষে নিজের জার্সি ও শর্টস খুলে মাঠেই ভক্তদের উদ্দেশ্যে ছুড়ে মারেন বার্সেলোনা তারকা। সুতরাং মাঠ ছাড়ার সময় নেইমারের শরীরে আবরণ হিসেবে ছিল শুধু একটি অন্তর্বাস।
পরে জানা গেছে, কথা দিয়ে কথা রেখেছেন নেইমার। নিজ দেশের ভক্তদের আবদার মেটাতেই নাকি এমনটা করেছেন ব্রাজিলের অধিনায়ক। বুঝে নিন, ভক্তদের বিনোদন দিতে নেইমার কতটা পারদর্শী!