বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাভোকেট কামরুল ইসলাম।
সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল বিরোধী সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
কামরুল বলেন, “দেশে সুষ্ঠু রাজনীতির জন্য গণতান্ত্রিক পরিবেশ দরকার। আর এর জন্য খালেদা-তারেককে রাজনীতি থেকে বিতারিত করতে হবে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
কামরুল বলেন, “হরতালের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে আপনারা পার পাবেন না। পরিণতি হবে ভয়াবহ। সন্ত্রাস করলে বিএনপি অন্য নেতাদেরও গয়শ্বর-আলালের পরিণতি বরণ করতে হবে।”
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।