কাঠমান্ডু (নেপাল): এসএ গেমসে পুরুষ ক্রিকেটে শুভ সূচনাকরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ক্রিকেট দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে তানভীর ইসলামের ঘূর্ণিতে নবাগত মালদ্বীপকে ১১০ রানে হারিয়েছে তারা। বাংলাদেশের ছুড়ে দেয়া ১৭৪ রানের টার্গেটে শেষ ওভারে মালদ্বীপ অলআউট হয়েছে ৬৪ রানে। চার ওভারে ১৯ রান দিয়ে পাঁচ উইকেট তুলেনেন তানভীর।
কাঠমান্ডুর পাহাড় ঘেরা ত্রিভুবন ইউনিভাসির্টি ক্রিকেট মাঠে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনেদেন নাঈম শেখ ও সৌম সরকার। উদ্বোধনী জুটিতে এ দু’জনের ব্যাট থেকে আসে ৫৯ রান। ২৮ বলে ৩৮ রান করে রান আউটের শিকার হন নাঈম শেখ। ৩৩ বলে চার চার ও দুই ছয়ে সৌমের ব্যাট থেকে আসে ৪৬ রান।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪৯ রান। শেষ দিকে ইয়াসির আলীর দুই ছক্কায় ১৭৪ রানের স্কোর পায় বাংলাদেশ।
১৭৫ রানের টার্গেটে বাংলাদেশের পেসারদেও প্রথম চার ওভার ভালো ভাবেই পারদেন মালদ্বীপের দুই ওপেনার। তবে তানভীরের করা পঞ্চম ওভারেই প্রথম সাফল্য পায় বাংলা