সিলেটে ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণে হরতাল শুরু

সারাদেশ সিলেট

hortalসিলেটে ছাত্রদল ও শিবিরের পৃথক ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে হরতাল শুরু হয়েছে।

গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে ২০ দলীয় জোট সোমবার ভোর ৬টা থেকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর নয়াসড়ক এলাকায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমানের নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি নগরীর কাজিটুলা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা কয়েকটি হাত-বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

সকাল ৮টার দিকে একই স্থান থেকে মহানগর শিবিরের সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিল শুরু হওয়ার পর পুলিশ দেখে তারা পলিয়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এদিকে হরতাল মোকাবেলা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *