কমবয়সীদের সঙ্গে প্রেমের দাবী প্রিয়াংকার!

বিনোদন ও মিডিয়া

priankaসমঅধিকার আদায়ে বেশ প্রতিবাদী হয়ে উঠেছেন বলিউডের অভিনেত্রীরা। অনেকদিন ধরেই তারা পারিশ্রমিক বাড়ানোর দাবিতে সরব হয়েছেন। তাদের বক্তব্য, সমপরিশ্রম করেও তারা নায়কদের পারিশ্রমিকের অর্ধেকও পান না। তবে পারিশ্রমিকের পর এবার তাদের মুখে শোনা গেল নতুন এক প্রতিবাদের সুর। তারা বলছেন, দর্শকরা যদি নায়কদের তাদের চেয়ে অর্ধেক বয়সের মেয়ের সঙ্গে রোমান্স করতে দেখতে পারে,তাহলে নায়িকাদের বেলায় এর ভিন্নতা কেন?

আর এই প্রতিবাদের সুর তুলেছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘৪০-৫০ বছর পার করে গেছেন এমন নায়িকারা যদি তাদের অর্ধেক বয়সের মেয়ের সঙ্গে রোমান্স করতে পারে তাহলে বয়সে বড় নায়িকারা কেন পারবেন না?’

এই বিষয়ে তিনি ভারতীয় দর্শকদের মানসিকতাকে দায়ী করেছেন। তার মতে, ‘সমাজ সবসময় একজন বয়সে বড় ছেলের সঙ্গে ছোট মেয়েকে মেনে নিতে পারে কিন্তু উল্টোটা কখনওই পারে না।’

বর্তমানে প্রিয়াংকা অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাতেও মন দিয়েছেন। ম্যাডাম জি নামক একটি সিনেমার মাধ্যমে তিনি প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *