রাজধানীর পল্লবীতে হরতালে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছররা গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম স্বপন। বয়স ৩৫। তিনি গার্মেন্ট কর্মী বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী এলাকায় ওই সংঘর্ষ ঘটে।
পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানান, বিএনপি-জামায়াতকর্মীরা হঠাৎ রাস্তায় নেমে এসে গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে সড়কে ধাওয়া- পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। পরে পুলিশ লাঠিপেটা করে এবং রাবার বুলেট ও ছররা গুলি ছুঁড়ে তাদের সরিয়ে দেয়।
তিনি জানান, ছররা গুলিতে একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।