নোমান-এ্যানিসহ বিএনপির ১১ নেতার জামিন

Slider জাতীয় বাংলার আদালত


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং নাশকতার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল নোমানসহ পাঁচ নেতাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পাওয়া অন্য নেতারা হলেন- শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুন নবী খান খান সোহেল, শাহ মোহাম্মদ আবু জাফর ও মীর সরাফত আলী সবু। রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে তাদেরকে এই সময়ের মধ্যে বিচারিক আদালতে (নিম্ন আদালত) আত্মসমর্পণ করতে বলেছেন আদালত।

এদিকে, একই মামলায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ সাতজনের জামিন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র ম-ল শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়া অন্য আসামিরা হলেন- মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মো. আলমগীর, অ্যাডভোকেট তৌহিদ, ফিরোজ কিবরিয়া, মো. রিয়াজ ও সৈয়দ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *