ডেস্ক | লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার (ছুরি নিয়ে হামলা) দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শনিবার তাদের প্রচারণামুলক বার্তা সংস্থা আমাক একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে দাবি করা হয়েছে, লন্ডনের ওই হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের একজন যোদ্ধা। জঙ্গি কর্মকান্ড মনিটরিং করে এমন একটি গোয়েন্দা গ্রুপের মতে এ দাবি জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। এ খবর প্রকাশিত হয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়ায়। ওই বিবৃতিতে বলা হয়েছে, লন্ডনে যে ব্যক্তি হামলা চালিয়েছে সে ইসলামিক স্টেটের একজন যোদ্ধা। জোটভুক্ত দেশগুলোর নাগরিকদের টার্গেট করার আহ্বানে সাড়া দিয়ে তিনি এটা করেছেন। তবে এই দাবিকে সমর্থন করার মতো কোনো তথ্যপ্রমাণ দেয়া হয় নি বিবৃতিতে।
শুক্রবার লন্ডনে ছুরি নিয়ে হামলা চালায় পাকিস্তানি বংশোদ্ভূত সন্ত্রাসী উসমান খান। এ সময় নিহত হন দু’জন। আহত হন তিন জন। পুলিশ গুলি করে হত্যা করে উসমান খানকে। সে একজন চিহ্নিত ও অভিযুক্ত সন্ত্রাসী। ২০১২ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে বোমা হামলা ষড়যন্ত্রের অভিযোগে সাত বছর আগে তাকে জেল দেয়া হয়।