ডেস্ক | ভারতে স্বঘোষিত ও বহুল বিতর্কিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে সার্স ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে শনিবার ব্যাঙ্গালোরে তার আশ্রম ভিজিট করেছে গুজরাট পুলিশ ও সিআইডির টিম। এ সময় সেখানে তল্লাশি চালানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, তল্লাশি অভিযানের সময় নিত্যানন্দ কোথায় আছেন সে সম্পর্কে তার আশ্রমের ম্যানেজারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বঘোষিত এই ধর্মগুরু বর্তমানে অবস্থান করছেন ত্রিনিদাদ ও ট্যোবাগোতে। শেষ কয়েকদিনে গ্রেপ্তার এড়াতে তিনি এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।
তার বিরুদ্ধে ধর্ষণ, জোরপূর্বক আটক রাখা ও অপহরণের অভিযোগ আছে।