২০দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেছে ছাত্রদল।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল এবং শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে মিছিলটি বের হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা বাশার সিদ্দিকী, রওনকুল ইসলাম শ্রাবণ, রোকনুজ্জামান রোকন, এসএম হলের মুক্ত, রিজভী, রাজু, আসাদ, শামীম, সূর্য্য, সোহেল, জহিরসহ ২০/২৫ জন নেতাকর্মী।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে থেকে শুরু হয়ে চানখারপুল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্রদলের নেতা-কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করতে চাইলে পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায়।