রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা বাস স্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে বাসের যাত্রীরা।
(২৬ নভেম্বর মঙ্গলবার) বেলা ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটক ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন- ফুলচান বেগম (৩০), স্বপ্না (২৮), ইয়াসমিন (২৭), রেখা বেগম, (২০),। আটকৃত নারীদের সবার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ধরমন্ড গ্রামে।
ভুক্তভোগী নারী ফাতেমা আক্তার জানান, সকালে বেলা ১১ টার কিছু আগে উপজেলার নয়নপুর অট্রো স্পিনিং মিলের সামন থেকে তাকওয়া পরিবহনের একটি বাসে মাওনার চৌরাস্তা যাওয়ার উদ্দেশ্যে ওঠেন। কিছুক্ষণ পর ভীড়ের মধ্যে ৪/৫ জন নারী তাকে ঘিরে রেখে তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় বাসের অন্যান্য যাত্রীরা ওই চার নারী ছিনতাইকারীকে আটকে রেখে পুলিশে খবর দেন।
পরে মাওনা হাইওয়ের পুলিশ ওই চার নারী ছিনতাইকারীকে আটক করেন।
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তার জানান, ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিলেন। ছিনতাইকারীদের কাছ থেকে ঐ নারীর ছিনতাই হওয়া চেইন উদ্ধার করা হয়েছে। ছিনতাই কারীদের শ্রীপুর থানার হস্তান্তর করা হবে।