হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: দীর্ঘ ১৫ বছর পর দক্ষিন সুরমা উপজেলা আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন আজ সোমবার (২৫ নভেম্বর) কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট শামীম আহমদ।
সভাপতি পদে নির্বাচিত মুক্তিযোদ্ধা সাইফুল আলম পেয়েছেন ১৫৩ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ সমির উদ্দিন ৯৩ ভোট পেয়েছেন। সভাপতি পদে ৬ জন প্রার্থী ছিলেন। অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো, আব্দুর রব ৫৭ ভোট, তপন চন্দ্র পাল ২৭ ভোট, মকবুল হোসেন মাখন ২১ ভোট ও শাহেদ আহমদ ৯ ভোট পেয়েছেন।
সাধারন সম্পাদক পদে নির্বাচিত এডভোকেট শামীম আহমদ পেয়েছেন ১০৯ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বি বদরুল ইসলাম পেয়েছেন ১০১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করান। অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো, রাজ্জাক হোসেন ৮৮ ভোট, ফখরুল ইসলাম শায়েস্তা ৬৪ ভোট।
দক্ষিন সুরমা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ রইছ আলী সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর আ:লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
সম্মেলনে বক্তারা বলেন, আগের যে কোনও সময়ের তুলনায় বর্তমানে দক্ষিন সুরমা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এ ঐক্যের ফল ভোগ করছে গোটা উপজেলার সাধারণ মানুষ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উপজেলার সকল সমস্যা অচিরেই সমাধান হবে।