‘২০২১ সালের ভেতর আরেকটি জাতীয় নির্বাচন আসছে’

Slider জাতীয় রাজনীতি


মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, দেশে ২০২১ সালের ভেতরে আরেকটি জাতীয় নির্বাচন আসছে। দেশের যে পরিস্থিতি তাতে মনে হয়, এদেশে আগামী বছরই হতে পারে বর্তমান এই অবৈধ আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের বছর। তাই আগামী ফেব্রুয়ারির মধ্যে দলের সকল স্তরের কমিটি সম্মেলনের মাধ্যমে শক্তিশালী করতে হবে।

কেন্দ্রের নির্দেশ মোতাবেক যে কোনও আন্দোলন সংগ্রামে দলের একনিষ্ঠ নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। তারা যতই লাফালাফি করুক এই অবৈধ সরকারের শেষ সময় ঘনিয়ে এসেছে। তারা জনবিচ্ছিন্ন।’ গতকাল দুপুরে শহরের রেস্ট ইন রেস্টুরেন্টের হল রুমে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির বর্ধিত সভায় তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। নাসের রহমান বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা আর না থাকার মাঝখানে একমাত্র শক্তি হলো পুলিশ। পুলিশ ছাড়া দেশের আর কোনও জনগণ তাদের সঙ্গে নেই।

বিগত ৩০শে ডিসেম্বরের সংসদ নির্বাচনে যেভাবে হরিলুটের মতো ভোট চুরি করে ব্যালট বাক্স নিয়ে গেছে। তাতে মনে হয়, শেখ হাসিনাও আনন্দে বা তৃপ্তিতে নেই। সদর উপজেলা বিএনপির সভাপতি মো. হেলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ এম মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, আলহাজ আশিক মোশাররফ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বকসী মিস বাহ উর রহমান। বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক জিএম মোক্তাদির রাজু, পৌর বিএনপির সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়সল আহমেদ, খলিলপুর ইউনিয়র বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, মনুমুখ ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা এমএ হাকিম, কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জমিরুজ্জামান, আপার কাগাবলা ইউনিয়ন বিএনপি নেতা কবির আহমদ, আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুজ্জামান, একাটুনা ইউনিয়ন বিএনপির সম্পাদক ওয়াশিদ মিয়া, চাঁদনীঘাট পূর্ব ইউনিয়ন কমিটির সম্পাদক আলমগীর হোসেন, পশ্চিম ইউনিয়ন কমিটির সম্পাদক শেরওয়ান আহমেদ, কনকপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক ফখরুল ইসলাম, আমতৈল ইউনিয়ন বিএনপির নেতা রফিকুল ইসলাম ময়নুল, নাজিরাবাদ ইউনিয়ন বিএনপির সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন, মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মসুদ ও গিয়াস নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা:গোলাম রব্বানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *