সিলেট প্রতিনিধি :: শুক্রবার (২২নভেম্বর ২০১৯) সন্ধ্যা ৮ঘটিকার সময় দক্ষিণ সুরমা উপজেলার বাবনা পয়েন্টের ইসরাত ট্রেডার্সে সিলিন্ডার বিস্ফোরণে দোকানের সাঁটার উড়ে গেছে। এসময় দোকানে কেউ ছিলনা। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি। এছাড়া বিস্ফোরণে অন্যান্য গ্যাস সিলিন্ডারের সবক’টিই অক্ষত ছিল। ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আশপাশ এলাকা।
স্থানীয়রা জানায়, বাবনা পয়েন্টের ইসরাত ট্রেডার্সের বিভিন্ন ধরনের গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। শুক্রবার সন্ধ্যার পর ওই দোকানে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন ধরে যায়। এছাড়া দোকানের সাঁটারও উড়ে যায়। পার্শ্ববর্তী একটি দোকানের সাঁটারও ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের লিডার জসিম উদ্দিন জানান, বিস্ফোরণে ওই দোকানের সাঁটার উড়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হননি।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল সাংবাদিকদের বলেন, ‘সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে ধোঁয়া বের হচ্ছিল। পরে ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’ তবে আমরা ঘটনা খতিয়ে দেখছি। এবং ইসরাত ট্রেডার্সের গ্যাস সিলিন্ডার ব্যবসার লাইসেন্স আছে কিনা তাও খতিয়ে দেখবো।