ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Slider খেলা জাতীয়


ডেস্ক: বাংলাদেশ দলের সামনে ইতিহাস গড়ার হাতছানি। ফাইনালে পাকিস্তানকে হারাতে পারলেই প্রথমবারের মতো ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তুলবে তারা। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন টাইগার ইমার্জিং দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরই মধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছে বাংলাদেশ-পাকিস্তান দলের শিরোপার লড়াই।ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-২।

ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত দল বাংলাদেশ।দাপুটে পারফরম্যান্সে গ্রুপপর্ব পেরিয়ে সেমিফাইনালে ওঠে তারা। গেল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের ফাইনালে ওঠেন স্বাগতিকরা।

এর আগে দু’বার শেষ চারে খেলে বাংলাদেশ দল।প্রতিবারই শ্রীলংকার কাছে হেরে বিদায় নেয় তারা। স্বভাবতই শিরোপা স্বপ্নভঙ্গ হয় তাদের। এবার আক্ষেপ ঘোচানোর পালা।

বাংলাদেশ ইমার্জিং একাদশ : মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আফিফ হোসেন, জাকির হাসান, ইয়াসির আলি, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী হাসান, সুমন খান ও তানভীর ইসলাম।

পাকিস্তান ইমার্জিং একাদশ : হায়দার আলি, উমর ইউসুফ, রোহাইল নাজির (অধিনায়ক), সৌদ শাকিল, সাইফ বাদার, খুশদিল শাহ, আমাদ বাট, উমর খান, শামিন গুল, মোহাম্মদ হাসনাইন ও মোহাম্মদ আসাদ।

ঘটনাপ্রবাহ : ইমার্জিং এশিয়া কাপ-২০১৯
১১ ঘ. আগেTimeline সেরাটা দিতে পারলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হব: শান্ত
১১ ঘ. আগেTimeline পাকিস্তানকে হারালেই শিরোপা জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *