কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো বক্তারপুর মডেল হাই স্কুলের ৯ম শ্রেণি শিক্ষার্থী নাদিয়া আক্তার (১৪)। এ সময় বরসহ বর পক্ষের লোকজন পুলিশের ভয়ে কনের বাড়ি থেকে পালিয়ে যায়।
শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের দেলোয়ার হোসেন দর্জির স্কুল পড়–য়া মেয়ে নাদিয়া আক্তারের সাথে পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার দুর্গাপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মামুন মিয়ার আনুষ্ঠানিক বিয়ের দিন ধার্য্য ছিল। বিয়ে চলাকালী গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ বিষয়টি অবগত হয়ে কনের বাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, বক্তারপুর মডেল স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তারের বাল্য বিয়ের আয়োজন করে তার পরিবারের লোকজন। পরে কনে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে বরপক্ষের লোকজন পালিয়ে যায়। প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগে মেয়েকে বিয়ে দিবে না বলে কনের পরিবার মুচলেকা দেয়।