খেলা: কলকাতা টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
নিজেদের ক্রিকেট ইতিহাসে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তবে ঐতিহাসিক এই টেস্টে একাদশে জায়গা হয়নি বাংলাদেশ দলের সেরা পেসার মোস্তাফিজুর রহমান ও তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের। বাদ পড়েছেন তাইজুল ইসলামও। দলে একাদশে এসেছেন পেসার আল আমিন হোসেন ও অফস্পিনার নাঈম হাসান। এর আগে ইডেনে পৌছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট শুরু আগে ইডেনের ঘন্টা বাজাবেন শেখ হাসিনা ও পঞ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর প্রথম বারের মত দিন-রাতের টেস্টে মাঠে মুখোমুখি হবে মুমিনুল হক সৌরভ ও বিরাট কহোলির দল।
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম অনিক, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, নাঈমহ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, আল আমিন হোসেন ও ইবাদত হোসেন চৌধুরী।