সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৭ হাজার ১৬১ জন পাস করেছেন। এখন পাস করা পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিশেষ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জাননো হয়। গত ৬ই সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার ১৭০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ের ১২ ক্যাটাগরির বিপরীতে ১ হাজার ৯৯৯ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।