আমেরিকান র্যাপ তারকা ও অভিনেতা লুডাক্রিস সম্প্রতি তার প্রেমিকা ইউডক্সিকে বিয়ের প্রস্তাব দিয়ে হৈ চৈ ফেলে দিয়েছেন। কারণ প্রেমিকাকে তিনি যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন তা সত্যিই অভিনব।
ব্রিটিশ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সি এ তারকা তার প্রেমিকাকে বিমানে ভ্রমণরত অবস্থায় বিয়ের প্রস্তাব দিয়েছেন।
প্রবিবেদনে আরও জানা যায়, লুডাক্রিস তার প্রাইভেট জেট বিমানে কিছু বন্ধু এবং প্রেমিকা ইউডক্সিকে নিয়ে ভ্রমণ করছিলেন। বিমানটি তখন একটি ক্ষেতের উপর দিয়ে যায়। ক্ষেতে লেখা ছিল ‘ইউডক্সি তুমি কি আমাকে বিয়ে করবে?’
প্রস্তাবের পর প্রেমিকার প্রতিক্রিয়া তিনি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবির মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে তার প্রেমিকা তার উড়ুর উপর বসে আছেন এবং দুই হাত দিয়ে মুখ ঢেকে রেখেছেন।
উল্লেখ্য র্যাপ গানের পাশাপাশি অভিনয়ও করেন লুডাক্রিস। আলোচিত সিনেমা ফিউরিয়াস সেভেনে অভিনয় করছেন এ তারকা।