ঢাকা: নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ার প্রতিবাদে সোমবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বিকালে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির তথ্য জানিয়ে বলেন, পিয়াজের দাম আড়াইশ টাকা ছাড়িয়েছে। কোন কারণ ছাড়াই বেড়েছে চালের দাম।
অন্যন্য নিত্য পণ্যের দামও মানুষের ক্রয় সীমার বাইরে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোন উদ্যোগ নেই। এর প্রতিবাদে সোমবার বিএনপি সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে জানিয়ে তিনি বলেন, সরকারের তরফে যাতে কোন প্রতিবন্ধকতা তৈরি করা না হয় সে আহবান আমরা জানাচ্ছি।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।