গাজীপুর সদর উপজেলায় বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


গাজীপুর: গাজীপুর সদর উপজেলা পরিষদ চত্তরে অদ্য ১৪/১১/২০১৯ খ্রি: তারিখ, বৃহস্পতিবার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুর সদর, গাজীপুর উপজেলার ২০১৯-২০ অর্থবছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষে্ ২৫০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরন করা হয়।

উক্ত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট রীনা পারভীন।

উপজেলা কৃষি অফিসার মহোদয়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃযি সম্প্রসারন অধিদপ্তর, গাজীপুর এর সম্মানিত অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব মো: শাহআলম, এডিডি (উদ্যান) জনাব মো: শামসুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব রিয়াজ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সমপ্রসারণ অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপসহকারী কৃষি অফিসারগণ ও ২৫০ জন কৃষক কৃষাণীগন।

এ সময়ে উপজেলার ৩৫০ জন কৃষকদের প্রত্যেকের মাঝে ১কেজি করে সরিষা বীজ, ২০কেজি ডিএপি, ১০কেজি করে কৃষি প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *