কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কালীগঞ্জ ক্যাডেট একাডেমির ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৩০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন একাডেমির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার বড়নগর রোড বালীগাঁও এলাকায় ক্যাডেট একাডেমির ক্যাম্পাসে ওই বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ক্যাডেট একাডেমিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষিকা নিলুফা বেগম, বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কাশেম, নাগরী গঠনিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র বণিক, দৈনিক সমকাল পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আহাম্মদ আলী, কালীগঞ্জ প্রেস সোসাইটির সভাপতি এসএম আকতারুজ্জামান, অভিভাবক আব্দুল মোতালিব মাসুম, মো. কামাল হোসেন, অভিভাবক মো. সৈকত আলী, ভাদগাতী বাইতুন মামুর জামে মসজিদের খতিব হাবিবুর রহমান প্রমুখ।
সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দরা।