সাতক্ষীরা: শহীদ নূর হোসেন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমানের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মানহানির মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মামলাটি করা হয়।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম বাদী হয়ে আমলি আদালত-১–এ মামলাটি করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজওয়ানুজ্জামান মামলাটি গ্রহণ করেছেন।
মামলার বাদী ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম বলেন, মামলাটি নেওয়ার পর আদালত সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে দেখতে বলেছেন। ১৭ ডিসেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, মসিউর রহমানের বিতর্কিত মন্তব্যে নূর হোসেনের আত্মত্যাগকে অপমান ও অস্বীকার করে গোটা বাঙালি জাতিকে অপমান করা হয়েছে। শুধু তা–ই নয়, এ ধরনের মন্তব্যে ’৯০–এর গণ–আন্দোলনকে ছোট করা হয়েছে, যা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।