বিতরণের জন্য প্রস্তুত সাড়ে ৩২ কোটি বই

শিক্ষা

image_111812_0সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে বিনামূল্যের সাড়ে ৩২ কোটি বই। দুএকদিনের মধ্যেই সব স্কুল ও মাদ্রাসায় পৌঁছে যাবে এসব বই। জেলা ও উপজেলার বই বিতরণ কেন্দ্রগুলোতে এখন নতুন পাঠ্যবই নেয়ার ভিড়। প্রথম থেকে নবম শ্রেণির সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে ১ জানুয়ারি তুলে দেয়া হবে নতুন বই।

বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উপলক্ষ্যে এবারো সারাদেশে বই উৎসব পালন করবে শিক্ষা মন্ত্রণালয়। বই পৌঁছে গেছে ঢাকার স্কুলগুলোতে। রাজশাহী ও বরিশালেও পৌঁছেছে নতুন বই।
এনসিটিবি জানিয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ে বই পৌঁছে দেয়ার কাজ শেষ হয়েছে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগ এটি নজরদারি করছে।

নিম্নমানের বই সরবরাহকারী ছাপাখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া। ইতিমধ্যে ১০/১২টি ছাপাখানাকে জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া দেশের বাইরে বাংলাদেশ দূতাবাসের মিশন স্কুলগুলোতে বিনামূল্যে বিতরণের পাঠ্যবই পাঠানো হচ্ছে বলেও জানিয়েছে এনসিটিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *