নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ডি ইউনিটের (ব্যবসা প্রশাসন ও অর্থনীতি) ভর্তি পরীক্ষার সময় সেলফোনে উত্তর সংগ্রহকালে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার বিকালে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রের ৩০২ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে।
নোবিপ্রবি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার হলে সেলফোন বা মোবাইল সেট সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কিন্তু শনিবার ডি ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার পর উক্ত কেন্দ্রে কলেজের ব্যবসায় শিক্ষা ভবনের ৩০২ নাম্বার কক্ষে মো. ফাহমিদুল হক (রোল নং ৮০৮২৬) মোবাইল ফোনের মাধ্যমে উত্তর সংগ্রহের চেষ্টা চালায়।
এ সময় পরপর তার মোবাইলে তিনটি ম্যাসেজের মাধ্যমে উত্তর আসে। তখন ওই কক্ষের পরিদর্শক বিষয়টি দেখে পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেন।
বিষয়টি কলেজ প্রশাসনকে অবহিত করার পর এনিয়ে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কলেজ প্রশাসনের মাধ্যমে ওই পরীক্ষার্থীকে সুধারাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন জানান, ফাহমিদুল হক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসেছেন। তবে এখনো কোন সিদ্ধন্ত গ্রহণ করা হয়নি।
নোবিপ্রবি’র প্রক্টর ড. নেওয়াজ মো. বাহাদ জানান, পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ওই পরীক্ষার্থী মোবাইলে ম্যাসেজের মাধ্যমে উত্তর সংগ্রহ করার প্রমাণ মিলেছে। পরীক্ষার্থীর মোবইলটি পুলিশের কাছে জব্দ রয়েছে।