রাজশাহীতে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

Slider জাতীয় রাজশাহী শিক্ষা


রাজশাহী: রাজশাহীতে ছুরিকাঘাতে মো. ফাহিম (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহীর শাহ মখদুম থানার পবা নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় নিহত ফাহিমের বন্ধু যুবরাজ (১৯) গুরুতর আহত হয়েছেন।

নিহত ফাহিম রাজশাহীর পবা উপজেলার নতুনপাড়া এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে। তিনি নগরের বরেন্দ্র কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের পেছনে দুই তরুণ এবং দুই তরুণী বসে গল্প করছিলেন। তখন ফাহিম এবং তাঁর দুই বন্ধু যুবরাজ ও সৈকত তাঁদের বলেন, এখানে বসে গল্প করা যাবে না। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তরুণীদের সঙ্গে বসে থাকা দুই তরুণের একজন ছুরি বের করে ফাহিম ও যুবরাজকে আঘাত করেন। এ সময় প্রাণভয়ে সৈকত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ফাহিম ও যুবরাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ফাহিম মারা যান।

তবে আহত যুবরাজের দাবি, বিকেলবেলা তাঁরা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের পাশে বসেছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী এসে তাঁদের কাছে যা আছে সব দিয়ে দিতে বলে। তাঁরা আপত্তি করলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সন্ধ্যার একটু আগে ফাহিম ও যুবরাজকে হাসপাতালে আনা হয়। ফাহিমের বুকের বাঁ পাশে ছুরির আঘাতের চিহ্ন ছিল। যুবরাজের বুকের ডান পাশে আঘাত রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘আমরা ছিনতাইকারীর বিষয়টি জানি না। বান্ধবীদের নিয়ে বসে থাকা দুই তরুণ এ ঘটনা ঘটিয়েছেন বলে জানতে পেরেছি। তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *