ইরানের প্রথম ড্রোন ‘ভ্রাম্যমাণ বোমা’

সারাবিশ্ব

image_111840_0ইরান প্রথমবারের মতো “ক্যামিকেজ ড্রোন” মোতায়েন করেছে। বোমা বহনকারী এ জাতীয় ড্রোন শত্রু অবস্থানের ওপর আঘাত হানে এবং নিজে ধ্বংস হয়ে যাওয়ার মধ্য দিয়ে লক্ষ্যবস্তু বা শত্রুকে ধ্বংস করে দেয়।

ইরানি পদাতিক বাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার আহমদ রেজা পুরোদাস্তান জানান, “মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.) নামে চলমান সামরিক মহড়ায় প্রথমবারের মতো “ক্যামিকেজ ড্রোন” ব্যবহার করা হয়েছে।”

তিনি বলেন, “আকাশ বা ভূমিতে শত্রু লক্ষ্যবস্তুর ওপর এ ড্রোন ব্যবহার করা যাবে। এ ছাড়া, সন্দেহজনক লক্ষ্যবস্তু দেখা মাত্রই তাতে হামলা চালাবে এ ড্রোন।”

“ক্যামিকেজ ড্রোন”কে “ভ্রাম্যমাণ বোমা” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “চালকহীন এ ড্রোনকে এমন ভাবে নির্মাণ করা হয়েছে যে তা লক্ষ্যবস্তুর ওপর আকাশ থেকে নেমে আসতে পারবে।”

এ সময়ে চলমান সামরিক মহড়া নিয়ে কথা বলেন তিনি। তিনি বলেন, “ইরানের সীমান্ত রক্ষায় সামরিক বাহিনীর উঁচুস্তরের সক্ষমতার বিষয়টি এ সামরিক মহড়ার মধ্য দিয়ে প্রদর্শিত হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *