বরিশাল: ঘূর্নিঝড় বুলবুলের তান্ডবে মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারের নিঁখোজ ৯জনের লাশ বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে উদ্ধার হয়েছে।
আজ সোমবার রাতে এই সকল লাশ উদ্ধার হয়।
মেঘনা নদীতে ঘূীর্ণঝড় বুলবুলের তান্ডবে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে লাজগুলো উদ্ধার করা হয়। এর আগে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীতে রবিবার একটি মাছধরার ট্রলার ডুবির ঘটনায় এক জেলের লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মেঘনা নদীতে ২৪ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নি খোঁজ রয়েছেন দশজন। আর ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও মোরশেদ নামে এক জেলের ম রদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
রবিবার দুপুর ১২টার দিকে ভোলা-বরিশাল মেঘনা নদীর সীমান্তবর্তী এলাকা রোকনদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, দুপুরে ২৪ জেলে নিয়ে চাঁদপুরে মাছ বিক্রি করে ভোলার চরফ্যাশনে ফেরার পথে মেঘনা নদীর ভোলা-বরিশালের সীমান্তবর্তী এলাকার রোকনদীতে ডুবে যায়। এতে এক জেলের লা শ ও ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও ১০ জেলে নি খোঁজ ছিল।