খেলা: তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। লোকেশ রাহুলের ফিফটিতে ১২ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৯৪/২। রাহুল ৩৩ বলে ফিফটি পূর্ণ করে ৫১ রানে ক্রিজে আছেন। জীবন পাওয়া শ্রেয়াস আইয়ার অপরাজিত আছেন ২০ রানে।
ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন শফিউল ইসলাম। তার বলে উপড়ে যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার লেগ স্টাম্প। আগের ম্যাচে ৮৫ রান করা রোহিত এবার ২ রানেই ফেরেন। তবে লোকেশ রাহুলকে নিয়ে মারমুখী হয়ে উঠেন আরেক ওপেনার শিখর ধাওয়ান। পাওয়ার প্লের শেষ ওভারে ধাওয়ানকেও তুলে নেন শফিউল।
১৯ রানে থামেন ধাওয়ান। উঠিয়ে মারতে গিয়ে ধরা পড়েন মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। ওই ওভারেই শ্রেয়ার আইয়ারের ক্যাচ ছাড়েন আমিনুল ইসলাম।
নাগপুরে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় নেয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে। জানা গেছে, মোসাদ্দেক গ্রোয়েন ইনজুরিতে পড়েছেন।
ভারতও একটি পরিবর্তন এনেছে তাদের একাদশে। ক্রুনাল পান্ডিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন মানিশ পান্ডে।
বাংলাদেশ একাদশ: লিটস দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম।