ঢাকা: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১২ই নভেম্বর মঙ্গলবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরে থেকে এ তথ্য জানানো হয়েছে।
এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, ১২ই নভেম্বরের অনুষ্ঠিতব্য জেএসসি গণিত পরীক্ষা আগামী ১৪ই নভেম্বর সকাল ১০টায় এবং ১২ নভেম্বরের অনুষ্ঠিতব্য জেডিসি পরীক্ষা আগামী ১৫ই নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এর আগে একই কারণে ৯ই নভেম্বর শনিবার ও ১১ই নভেম্বর সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও পেছানো হয়। এর মধ্যে ৯ই নভেম্বরের জেএসসি পরীক্ষা হবে ১২ই নভেম্বর এবং জেডিসি পরীক্ষা হবে ১৪ই নভেম্বর। আবার, ১১ই নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৩ই নভেম্বর এবং জেডিসি পরীক্ষাটি হবে ১৬ই নভেম্বর।