ডেস্ক | ঘূর্ণিঝড় বুলবুল সাতক্ষীরা অতিক্রম করে মোংলা-বাগেরহাটের ওপর দিয়ে বয়ে চলেছে। সাতক্ষীরা আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্যে জানা যায়, ৮১ কিলোমিটার বেগে আঘাত হানে ঝড়টি। রাত ৩টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বর্ষণ শুরু হয়। মূল ঝড়টি আঘাত হানে ভোর ৫টায়।
আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, বিদ্যুৎ বিছিন্ন পুরো এলাকা। পানি বেড়ে শ্যামনগরের সুন্দরবন লাগোয়া এলাকা প্লাবিত হয়েছে।
এছাড়াও প্লাবিত হয়েছে খুলনা, বাগেরহাট জেলার নিম্নাঞ্চল। বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি, গাছপালা। খুলনা প্রতিনিধি জানান, থেকে থেকে দমকা হাওয়া বইছে। প্লাবিত হয়েছে খুলনা শহর।
এছাড়া জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি রয়েছে।অধিকাংশ বাড়িতে পানি ঢুকে পড়েছে। খুলনায় মূল ঝড় আঘাত হানে ভোররাত সাড়ে চারটার দিকে।