ঢাকা: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। এটির অবস্থান ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আজ সন্ধ্যা নাগাদ বুলবুলের প্রভাবমুক্ত হবে বাংলাদেশ, এমনটাই ধারনা করা হচ্ছে। আবহওয়া অফিসের সর্বশেষ খবর হল, মহাবিপদ সংকতেগুলো নামিয়ে ফেলে হচ্ছে। এ সবের স্থলে স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা বিভাগের সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। এটি তার অবস্থান থেকে ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করে ভারতের ত্রিপুরা অঞ্চলের দিকে গিয়ে আরো দুর্বল হয়ে যাবে। আশা করা যাচ্ছে, সন্ধ্যা নাগাদ বুলবুলের প্রভাবমুক্ত হবে দেশ।