ঢাকা: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে ঘর ভেঙে চাপা পড়ে হামেদ ফকির (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে জেলার আরো কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে।
আজ রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার গণমাধ্যমকে ঘরচাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াও বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের পানি প্রবেশ করেছে। এছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়েছে।