ভারতের বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন। ভারতের হয়ে টেস্টে দ্রুততম ১০০ উইকেট দখলের কৃতিত্ব এই স্পিনারের। তিনি ২৪ টেস্টে ১১৩ এবং ১৮ ওয়ানডেতে ২১ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকটে তিনি সব সমং ফুলহাতা জার্সি পরে বল করতেন। এতে তার বোলিং অ্যকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তারই ভিত্তিতে তাকে আইসিসি’র পরীক্ষার মুখোমুখি হতে হয়। আর চেন্নাইয়ে আইসিসি’র পরীক্ষা কেন্দ্রে প্রমাণিত হয়েছে যে, তার কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকে। এতে অ্যাকশন না শুধরানো পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না।