বাবরি মসজিদ রায় : নির্মোহী আখরার সন্তুষ্টি প্রকাশ

Slider জাতীয় সারাবিশ্ব


ডেস্ক: আলোচিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। রায়ে বলা হয়েছে, অযোধ্যার বিতর্কিত জমি পাচ্ছেন হিন্দুরাই। এর ফলে সেখানে তৈরি হবে রামমন্দির। আর বিকল্প জমি দেয়া হবে মুসলিমদের। এদিকে বাবরি মসজিদ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে নির্মোহী আখরা।

ওই রায়ের পর সংস্থাটির পক্ষে জানানো হয়েছে, মন্দির নির্মাণ করে তার ব্যবস্থাপনায় যথেষ্ট প্রতিনিধিত্ব ও লড়াইয়ে স্বীকৃতি দেয়ায় আদালতের কাছে তারা কৃতজ্ঞ।

সংবাদসংস্থা এএনআইয়ের খবরে এমন তথ্য জানা গেছে।

অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণে নির্মোহী আখরা গঠন করা হয়েছিল। এই মামলায় তারাও অন্যতম পক্ষ।

নির্মোহী আখরার মুখপাত্র কার্তিক চোপরা বলেন, গত দেড়শ বছর ধরে আমাদের লড়াইকে স্বীকৃতি দেয়ায় আদালতের কাছে আমরা কৃতজ্ঞ।

প্রসঙ্গত, অযোধ্যাকে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্রস্থান হিসেবে বিবেচনা করা হয়। তীর্থযাত্রীরা সারাবছর সেখানে ভ্রমণে যান। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়। আর এরপর থেকেই সেখানে তৈরি অস্থায়ী মন্দিরে ভগবান শিশু রামচন্দ্রের (রাম লালা) মূর্তির পূজা হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *