ডেস্ক: ভারতে আলোচিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মুসলিমদের অযোধ্যায় দেওয়া হবে ৫ একর বিকল্প জমি। তবে রায় নিয়ে সন্তুষ্ট নন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জায়রাব জিলানি ।
সুপ্রিম কোর্টে রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জায়রাব জিলানি বলেছেন, আদালতকে সম্মান করি। তবে আমরা খুশি নই। আলোচনার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করব।
এদিকে, হিন্দু মহাসভার আইনজীবী বরুণকুমার সিনহা বলেন,’এটা ঐতিহাসিক রায়। বিভেদের মধ্যে ঐক্যের বার্তা দিল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের মধ্যেই জয় শ্রী রাম জয়ধ্বনি দেয় আইনজীবীদের একাংশ। তাঁদের থামান বাকি আইনজীবীরা।
সূত্র : জি নিউজ