ঢাকা: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বিপদ সংকেত জারি করার পর চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সারা দেশে সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশ উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে যাওয়ায় সন্ধ্যায় মোংলা ও পায়রায় ৭ নম্বর এবং চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি হয়। আবহাওয়া অধিদপ্তর সংকেত বাড়ানোর পর চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর আগেই মোংলা এবং পায়রা বন্ধরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ে সাত ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে দুপুর থেকে বিভিন্ন রুটে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সন্ধ্যায় সদরঘাট থেকে সব ধরণের নৌ চলাচল বন্ধ হয়ে যায়।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হচ্ছে।