বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলার অভিযোগের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গ্রহণ করে তার বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
রোববার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাসুদ পারভেজ আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা জেলার ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল আজিজ।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ ডিসেম্বর তারেক রহমান ইস্ট লন্ডনের দ্যা আট্টিয়াম অডিটরিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যদ্ধের সময় বঙ্গবন্ধু রাজাকার ও শখের বন্দী ছিলেন এবং মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের কোনো ভূমিকা নেই। এ বক্তব্য গত ১৬ ডিসেম্বর ইলেকট্রনিক্স মিডিয়ায় এবং ১৭ ডিসেম্বর বাংলাদেশে সমস্ত প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হয়। যা মানহানিকর।
প্রসঙ্গত, তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়। এ মামলার অপর যাদের আসামি করা হয় তারা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মাদ নাসির উদ্দিন, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাজিদুর রহমান। তাদেরকে আদালত মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেনি।
একই অডিটোরিয়ামে গত ৭ নভেম্বর বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলার অভিযোগে অরো তিনটি মানহানির মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অপর তিনটি আদালত।