কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি: এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এডুকোর পরিচালিত ৭টি শিক্ষালয়ের শিক্ষার্থীদের মাঝে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভাদার্ত্তী এডুকোর সাব-অফিসে দলীয় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে এডুকো এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর বাক্কু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডুকোর হেড অফ অপারেশন রঞ্জন জেপি রোজারিও, শিশু অধিকার ও সুরক্ষা স্পেশালিষ্ট মো. শহিদুল ইসলাম, এডুকো কালীগঞ্জ অপারেশন কো-অর্ডিনেটর ইসমাইল হোসেন, প্রজেক্ট অফিসার মো. আনোয়ার হোসাইন, ফেরদৌসী আক্তারসহ শিক্ষালয়ের প্রধান শিক্ষকমন্ডলি, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতার শেষে অতিথিদের মতামতের ভিত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।