ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে বেলা ১২টায় সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আনা হয়। এরপর শুরু হয় সারিবদ্ধভাবে ফুল দিয়ে সকলের শ্রদ্ধা নিবেদন।
এর আগে বেলা দশটা থেকে নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের এসে ভীড় করেন। বেলা সাড়ে ১১টায় এসে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়া বিএনপির কেন্দ্র থেকে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক অঙ্গনের অনেকে আসেন এই বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে।
ক্যান্সারে আক্রান্ত খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৪ নভেম্বর দুপুরে মারা যান। ৭ নভেম্বর সকাল তার লাশ দেশে আনা হয়। ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে ছিলেন।
তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা।