সুনির্দিষ্ট অভিযোগ দিলে জাবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা : নওফেল

Slider জাতীয়


ঢাকা: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ দিলে জাবি ভিসির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারা উপাচার্যের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসেননি। তবে এই পরিস্থিতিতে এই অবস্থায় তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় সেগুনবাগিচায় ব্রিফিংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান পরিস্থিতি নিয়ে তিনি একথা বলেন।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরেই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালালে শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ৩৫ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *