বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্বজনরা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল করিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ সময় বুধবার সকাল ১০ টা ২০ মিনিটে আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে মরদেহ নিয়ে তারা রওনা হন।
ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। শায়রুল করিব খান বলেন, সাদেক হোসেন খোকার মরদেহ বহনকারী বিমানে পরিবারের সদস্যগণ ছাড়াও রয়েছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম।
সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন। ক্যান্সার আক্রান্ত খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
তিনি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।