চবি’র প্রথম নারী ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার

Slider চট্টগ্রাম জাতীয়


চবি প্রতিনিধি | অধ্যাপক ড. শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম নারী উপাচার্য হিসেবে পূর্ণাঙ্গ নিয়োগ পেয়েছেন। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেয়া হয়।

নিয়োগ আদেশে বলা হয়, সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল হতে নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ অথবা পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ নিয়োগ বলবৎথাকবে।ভাইস চ্যান্সেলর পদে তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবে। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রেসিডেন্ট ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
গত জুন থেকে এ বিশ্ববিদ্যালয়ে ভিসির রুটিন দায়িত্ব প্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *