গাজীপুর: গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকা থেকে এক মাদকাসক্ত যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
গাজীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দিনন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছোট দেওরা এলাকায় একটি চক্র মাদক কেনাবেচা করছে। এই সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ এর নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক যুবককে আটক করতে সক্ষম হয়। তাদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। আটক যুবকের নাম তাজুল ইসলাম (৩৪)। সে গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকার জাকির হোসেনের ছেলে। তার কাছ থেকে এক পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কাউসার আহাম্মেদ তাঁকে মাদক আইনের ১৬(১) ধারায় তাকে উল্লেখিত সাজা প্রদান করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।