সুলভ মূল্যে গুগল অ্যানড্রয়েড ওয়ান নিয়ে আসছে বাংলালিংক

তথ্যপ্রযুক্তি

image_168540.banglalink_banglanews24_sm_132103159বাংলালিংক হ্যান্ডসেট কম্পানি সিমফনির সঙ্গে যৌথ উদ্যোগে এবং গুগলের সহযোগিতায় গুগল অ্যানড্রয়েড ওয়ান হ্যান্ডসেট বাজারে নিয়ে আসছে।

রবিবার গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এই নতুন হ্যান্ডসেটটির মোড়ক উম্মোচন করা হয়। বাংলালিংকের হেড অব ভ্যাস, ডাটা অ্যান্ড ডিভাইস ইরাম ইকবাল, সিমফনির সিনিয়র ডিরেক্টর রেজোয়ানুল হক ও অ্যাসিসট্যান্ট ডিরেক্টর আশরাফুল হক অনাড়ম্বর এক অনুষ্ঠানে হ্যান্ডসেটটির মোড়ক উম্মোচন করেন।
গুগল অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম এর মাধ্যমে উন্নয়নশীল দেশের বাজারগুলোতে সুলভ মূল্যে উচ্চমানের আন্ড্রয়েড হ্যান্ডসেট এর প্রাপ্যতা নিশ্চিত হয়েছে। আন্ড্রয়েড ওয়ান ফোনগুলো আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর সর্বশেষ ভার্সন এ আপগ্রেড হবার সুযোগ পাবে।
এই ফোন, গ্রাহকদের নিত্যনতুন ফিচার, অ্যাপস, আকর্ষণীয় ডিজাইন, উচ্চমানের সিকিউরিটি উপভোগের সুযোগ দিবে। এখন বাংলাদেশের গ্রাহকরাও হ্যান্ডসেট নির্মাতা সিমফনির মাধ্যমে এই ফোন হাতে পেতে যাচ্ছে।
বাংলালিংক, গুগল অ্যানড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম এর সিমফনি ‘রোর এ ৫০’ হ্যান্ডসেটটি গ্রাহকদের হাতে তুলে দেবার জন্য প্রি-বুকিং চালু করবে ২৯ ডিসেম্বর ২০১৪ থেকে। প্রি-বুকিং-এর জন্য আগ্রহী গ্রাহকদের www.banglalink.com.bd/androidone এ ভিজিট করতে হবে এবং ২০১৫ সালের মধ্যে জানুয়ারি নাগাদ হ্যান্ডসেটটির বিতরণ শুরু হবে।
নতুন হ্যান্ডসেট ‘সিমফনি রোর এ ৫০’- এর সঙ্গে বাংলালিংক আকর্ষণীয় ডাটা অফার করছে। প্রথম মাসে ব্রাউজিংয়ের জন্য এক গিগাবাইট ডাটা ফ্রি থাকবে এবং পরবর্তী ৫ মাসের জন্য প্রতিমাসে ৩০০ মেগাবাইট থাকবে ফ্রি অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং অপারেটিং সিস্টেম আপগ্রেডের জন্য। এই স্মার্টফোনটির বাজারমূল্যে হবে ৮,৭০০ টাকা এবং এর সাথে ৮ গিগাবাইট এর ফ্রি মেমোরি কার্ড থাকবে।
সিমফনির রেজওয়ানুল হক বলেন আমরা সব সময় গ্রাহকদের জন্য সুলভ দামে টেকসই মডেলের হ্যান্ডসেট বাজারে নিয়ে আসি। গ্রাহকদের নিত্যনতুন অভিজ্ঞতার সাথে পরিচিত করানো আমাদের লক্ষ্য। আমরা বাংলালিংক এবং গুগল আন্ড্রয়েড ওয়ানের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সন্তষ্টি অর্জনে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *