ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে। ফের তাঁর রক্তের প্লাটেলেট কাউন্ট কমে গেছে। স্টেরয়েডের পরিমাণ কমিয়ে আনতে চেষ্টা করছেন ডাক্তারর। তবে যে হারে প্লাটেলেট কাউন্ট কমছে, তাতে সেই প্রচেষ্টা সফল হচ্ছে না।
শরিফের ব্যক্তিগত চিকিত্সক আদান খান টুইটবার্তায় এ কথা জানান।
আদান খান জানান, নওয়াজ শরিফের স্টেরয়েডের মাত্রা কমিয়ে দেওয়া হয়েছিল। তার ফলস্বরূপ ফের প্লেটলেট কাউন্ট কমে যায়। কেন এমন হচ্ছে, দ্রুত তা চিহ্নিত করতে হবে বলে তিনি জানান।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী গত ২২ অক্টোবর থেকে লাহোর সার্ভিসেস হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর চিকিত্সার জন্য স্পেশাল মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল টিম জানিয়েছে, নওয়াজ শরিফের যে শারীরিক অবস্থা, তাতে কোনও ভাবেই হাসপাতাল থেকে ছাড়া যাবে না। তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে। ৬৯ বছর বয়সি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের ‘সুপ্রিমো’র প্লেটলেট কাউন্ট ৪৫ হাজার থেকে আবার ২৫ হাজারে নেমে এসেছে।
ডাক্তাররা বলছেন প্লেটলেট স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁকে চিকিত্সকদের পর্যবেক্ষণেই থাকতে হবে। এই অবস্থায় তাঁকে অন্যত্র শিফট করাও ঝুঁকির।